দেখে নিন গগনযানে মহাকাশচারীদের খাবারের মেনু
মহাকাশচারীরা অন্তত সাত দিন মহাকাশে কাটাবেন। কিন্তু এই সাতদিন গগনযানে কী খাবেন তাঁরা? আসুন জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: গগনযানের জন্য এখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জোর প্রস্তুতি চালাচ্ছে। ইসরোর এই অভিযানে মানুষ পাঠাচ্ছে ভারত। এর জন্য চারজন নভশ্চরকে বাছাইয়ের কাজ আপাতত শেষ। এ মাসের তৃতীয় সপ্তাহ থেকে রাশিয়ায় এই নভশ্চরদের প্রশিক্ষণ শুরু হতে চলেছে। এই মহাকাশচারীরা অন্তত সাত দিন মহাকাশে কাটাবেন। কিন্তু এই সাতদিন মহাশূন্যে কী খাবেন তাঁরা? আসুন জেনে নেওয়া যাক...
জানা গিয়েছে একেবারে দেশীয় খাবার-দাবারই থাকছে সাতদিনের গগনযানের চার মহাকাশচারী জন্য। এই তালিকায় রয়েছে ইডলি, উপমা, ভেজিটেবল পোলাও, ভেজিটেবল রোলের মতো সুস্বাদু খাবার-দাবার। এ ছাড়াও এই তালিকায় রয়েছে মুগ ডালের হালুয়া।
আরও পড়ুন: স্তন্যদানের পদ্ধতির উপর নির্ভর করে শিশু ডান হাতি হবে নাকি বাঁ হাতি! দাবি বিজ্ঞানীদের
এই খাবারগুলি তৈরি করা হবে মাইসুরুর ‘ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি’-তে। জানা গিয়েছে, খাবার গরম করার জন্য বিশেষ হিটারও থাকবে গগনযানে। উল্লেখিত খাবার-দাবার ছাড়াও, দুধ, বিভিন্ন ফলের রসের বন্দোবস্ত করা হয়েছে এই চার মহাকাশচারীর জন্য।