ওয়েব ডেস্ক : ঐতিহাসিক বদল! নাম বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনের। এখন থেকে প্রধানমন্ত্রীর বাসভবনকে লোকে আর রেস কোর্স রোড নামে চিনবে না। রেস কোর্স রোডের নাম হচ্ছে লোক কল্যাণ মার্গ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৮০ সালে ১২ একর জমির উপর গড়ে ওঠে প্রধানমন্ত্রীর বাসভবন। রেস কোর্স রোড নামে ওই এলাকায় রয়েছে ৫টি বাংলো। যা একাধারে প্রধানমন্ত্রীর বাসভবন ও কার্যালয়। সাধারণ মানুষের সেখানে প্রবেশ নিষিদ্ধ।


১৯৮৪ সালে ৭ নম্বর রেস কোর্স রোডে থাকতে শুরু করেন তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই থেকে শুরু। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীও ওঠেন রেস কোর্স রোডে। তবে তিনি ৫ নম্বরে থাকেন। আর ৭ নম্বরটি তাঁর অফিস।


টুইটারে এই নাম পরিবর্তনের কথা জানিয়েছেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। নাম পরিবর্তনে সহমত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।