রেল টিকিটের হোম ডেলিভারি পরিষেবায় আইআরসিটিসি
এবার রেলের ই-টিকিট বুক করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন ট্রেনের টিকিট এবং আপনার বাড়িতে টিকিট যখন পৌঁছবে তখনই দাম মেটানোর সুযোগ থাকবে। ভারতের ৬০০টি শহরে প্রায় ৪ হাজার পিনকোডে এই পরিষেবা নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি, এমনই খবর `দ্য নিউ ন্ডিয়ান এক্সপ্রেস` সূত্রে। টিকিটটি আপনার হাতে হস্তান্তরের সময়ে সেটি যে আপনিই বুক করেছেন তার প্রমাণ হিসাবে কাছে রাখতে হবে আধার বা প্যান কার্ড। তবে এখনই সারা সপ্তাহের জন্য এই পরিষেবা পাওয়া যাবে না, আপাতত প্রতি সপ্তাহে পাঁচ দিন করে এই পরিষেবা দেবে আইআরসিটিসি। (আরও পড়ুন- গৃহঋণে সুদের হার কমালো এসবিআই)
ওয়েব ডেস্ক: এবার রেলের ই-টিকিট বুক করলে বাড়িতে বসেই পেয়ে যাবেন ট্রেনের টিকিট এবং আপনার বাড়িতে টিকিট যখন পৌঁছবে তখনই দাম মেটানোর সুযোগ থাকবে। ভারতের ৬০০টি শহরে প্রায় ৪ হাজার পিনকোডে এই পরিষেবা নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি, এমনই খবর 'দ্য নিউ ন্ডিয়ান এক্সপ্রেস' সূত্রে। টিকিটটি আপনার হাতে হস্তান্তরের সময়ে সেটি যে আপনিই বুক করেছেন তার প্রমাণ হিসাবে কাছে রাখতে হবে আধার বা প্যান কার্ড। তবে এখনই সারা সপ্তাহের জন্য এই পরিষেবা পাওয়া যাবে না, আপাতত প্রতি সপ্তাহে পাঁচ দিন করে এই পরিষেবা দেবে আইআরসিটিসি। (আরও পড়ুন- গৃহঋণে সুদের হার কমালো এসবিআই)