গৃহঋণে সুদের হার কমালো এসবিআই

নতুন বাড়ি কিনতে চান? আপনার জন্য সুখবর। হোমলোনে ইএমআই অনেকটাই কমছে। গৃহঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ লক্ষ টাকার কম গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমছে ০.২৫ শতাংশ। মহিলাদের জন্য প্রথমবার গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়ালো ৮.৩৫ শতাংশ। বেতনভোগী মহিলাদের জন্য এই সুবিধা। অন্যান্য মহিলাদের জন্য সুদের হার কমছে ০.২ শতাংশ। বেতনভোগী পুরুষদের জন্য হোমলোনে সুদের হার কমছে হচ্ছে ৮.৪ শতাংশ। অন্যদের ক্ষেত্রে সুদের হার কমছে ০.১৫ শতাংশ। স্টেট ব্যাঙ্কের দাবি, সুদের হার এতটা কমার ফলে ইএমআইতে গ্রাহকদের প্রায় পাঁচশো তিরিশ টাকা সাশ্রয় হবে। আগামিকাল থেকেই এই নিয়ম কার্যকর হবে। (আরও পড়ুন- কাশ্মীর উপত্যকায় ২ ব্যাঙ্কের ৪০ শাখায় বন্ধ নগদ লেনদেন)

Updated By: May 8, 2017, 07:31 PM IST
গৃহঋণে সুদের হার কমালো এসবিআই

ওয়েব ডেস্ক: নতুন বাড়ি কিনতে চান? আপনার জন্য সুখবর। হোমলোনে ইএমআই অনেকটাই কমছে। গৃহঋণে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ লক্ষ টাকার কম গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমছে ০.২৫ শতাংশ। মহিলাদের জন্য প্রথমবার গৃহঋণের ক্ষেত্রে সুদের হার কমে দাঁড়ালো ৮.৩৫ শতাংশ। বেতনভোগী মহিলাদের জন্য এই সুবিধা। অন্যান্য মহিলাদের জন্য সুদের হার কমছে ০.২ শতাংশ। বেতনভোগী পুরুষদের জন্য হোমলোনে সুদের হার কমছে হচ্ছে ৮.৪ শতাংশ। অন্যদের ক্ষেত্রে সুদের হার কমছে ০.১৫ শতাংশ। স্টেট ব্যাঙ্কের দাবি, সুদের হার এতটা কমার ফলে ইএমআইতে গ্রাহকদের প্রায় পাঁচশো তিরিশ টাকা সাশ্রয় হবে। আগামিকাল থেকেই এই নিয়ম কার্যকর হবে। (আরও পড়ুন- কাশ্মীর উপত্যকায় ২ ব্যাঙ্কের ৪০ শাখায় বন্ধ নগদ লেনদেন)

.