নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুলিশের বিরুদ্ধে মুকুল রায়ের দায়ের করা অভিযোগের জবাব দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার এক চিঠিতে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে তারা। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে ওই চিঠিতে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন মুকুল রায়। গত ৩ নভেম্বর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অভিযোগ করেছিলেন, তাঁর গতিবিধির ওপরে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিস। শুক্রবার মুকুলের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করল রাজনাথ সিংয়ের মন্ত্রক। মুকুলকে আশ্বাস দেওয়া হয়েছে, ''আপনার অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।''  


আরও পড়ুন- 'বিশ্ব বাংলা' বিতর্কে ফের পাল্টা দিলেন মুকুল রায়


এদিকে, ফোনে আড়িপাতার অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন মুকুল রায়। সেই মামলার শুনানি আজ, শুক্রবার হওয়ার কথা ছিল। তবে বিচারপতি উপস্থিত না থাকায় আগামী সোমবার মামলাটির শুনানি।