আশঙ্কাই সত্যি হল। রাম রহিমের সাজা ঘোষণার পর হরিয়ানার পঞ্চকুলায় হিংসার আগুন জ্বালিয়েছেন ধর্ষকের 'দত্তক কন্যা' হানিপ্রীত, তদন্তে উঠে এল হাড়হিম করা এই তথ্য। হানিপ্রীতকে জেরা করার পর, পঞ্চকুলার পুলিস কমিশনার এএস চাওলা জানিয়েছেন, "সেদিনের ঘটনায় হিংসা ছড়ানো এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর জন্য ১.২৫ কোটি টাকা দিয়েছিলেন হানিপ্রীত"। এই ঘটনায় হানিপ্রীতকে একজন কংগ্রেস নেতাও সাহায্য করেছিলেন বলে সূত্রের খবর।


তদন্তে যে সমস্ত তথ্য উঠে এসেছে- 

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

· গত ১৭ অগাস্ট বিশেষ অনুগতদের নিয়ে একটি বৈঠকে বসেন হানিপ্রীত

· এই বৈঠকেই পঞ্চকুলা হিংসার ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করা হয়

· বৈঠকে এই নির্দেশ দেওয়া হয় যদি সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করে তাহলে হিংসা ছড়িয়ে দিতে হবে

· যদি দোষী সাব্যস্ত না হন, তাহলে রাম রহিম ফের ডেরায় গিয়ে বক্তব্য রাখবেন

· ডেরার বিশেষ সদস্য ও অনুগামীদের নিয়ে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপও তৈরি করেন হানিপ্রীত

·সময় বিশেষে সেখানেই সব নির্দেশ দিতেন তিনি

·সিবিআই আদালত রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরই তিনি ১.২৫ কোটি টাকা দেন

·সেই টাকা ব্যয় করেই পঞ্চকুলা ও পাঞ্জাবের বিভিন্ন জায়গায় হিংসা ছড়ানো হয়

·সেদিনের ঘটনায় মৃত্যু হয়েছিল ৩৮ জনের

এই ঘটনায় উঠে এসেছে পঞ্জাবের কংগ্রেস নেতা হরমিন্দর সিংয়ের নাম। গোটা বিষয়টিতেই তিনি হানিপ্রীতকে সাহায্য করেছিলেন বলে অভিযোগ। হরমিন্দর সিংয়ের মেয়ের সঙ্গে রাম রহিমের ছেলের বিয়ে হয়। এই কংগ্রেস নেতাই নাকি হানিপ্রীতকে পালাতে সাহায্য করেছিলেন।