ওয়েব ডেস্ক:  দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানালেন হানিপ্রীত।   হানিপ্রীত তানিজার নামে এই আবেদন জানানো হয়েছে। আগামিকাল এই মামলার শুনানি। রাম রহিমের অনুগত হওয়ার আগে হানিপ্রীতের নাম ছিল প্রিয়াঙ্কা তানিজা।


পুলিসের মোস্ট ওয়ান্টেডের তালিকায় এখন হানিপ্রীত। প্রথমে মনে করা হয়েছিল, নেপালের বিরাটনগরে গা ঢাকা দিয়েছ রয়েছে হানিপ্রীত ইনসান। প্রীতম সিং নামে রাম রহিমের এক অন্ধ ভক্তের বাড়িতেই লুকিয়ে রয়েছে সে। সেখানে ছদ্মবেশে রয়েছে সে। নিজের সাজপোশাকও বদলে ফেলেছে বলে স্থানীয় সূত্রে জানতে পারেন তদন্তকারীরা। এর আগে ইটাহারি, বা নেপাল সীমান্ত লাগোয়া লখিমপুর খেরিতেও লুকিয়ে থাকার খবর মিলেছে। কিন্তু এখনও অবধি হানিপ্রীতকে বাগে আনতে পারেনি পুলিস। প্রতিবারই বিপদের গন্ধ শুঁকে সেখান থেকে পাততাড়ি গুটিয়েছে হানিপ্রীত। রাম রহিমকে আদালত চত্বরে পুলিসের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে হানিপ্রীতের বিরুদ্ধে।