নিজস্ব প্রতিবেদন:  উত্তরপ্রদেশে ও উত্তরাখন্ডে বিষ মদকান্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৯। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বহু মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত তিন দিনে উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে বিষ মদকান্ডে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। পুলিশের অনুমান চোলাই মদে মেশানো হয়েছিল বিষাক্ত মিথানল। প্রশাসনের দাবি, ওইদিন চোলাই মদ পান করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন অনেকে।  ব্যাথায় অর্ধচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।


এব্যাপারে পুলিশের মুখপাত্র শৈলেন্দ্রকুমার শর্মা জানান, “উত্তরপ্রদেশের একটি জেলাতেই বিষমদ খেয়ে মারা গিয়েছেন কমপক্ষে ৫৯ জন। পার্শ্ববর্তী জেলা থেকে আরও ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। চোলাই মদ বিক্রির অভিযোগে এখনও পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করেছে প্রশাসন।”


অন্যদিকে, উত্তরাখন্ডে মারা গিয়েছেন প্রায় ৩১ জন। এখনও পর্যন্ত ২জন ব্যক্তিকে বিষ মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উত্তরাখন্ড পুলিশের এক আধিকারিক জানান, বেআইনি মদ কোথায় তৈরি হচ্ছে তার খোঁজ চলছে। শীঘ্রই এই চক্রের মূল পাণ্ডাকে খুঁজে বের করা হবে।


আরও পড়ুন- রাফাল বিতর্কের মধ্যে সেনার হাতে আসছে আধুনিক আগ্নেয়াস্ত্র


ইন্টারন্যাশানাল স্পিরিটস আ্যন্ড ওয়াইন আ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতবর্ষে তৈরি হওয়া মদের প্রায় ৪০%–ই বেআইনি।