ওয়েব ডেস্ক: সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী একধাক্কায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে অনেকটাই। আর তারপরই ফের জোরালো দাবি উঠেছে সাংসদদের বেতন বৃদ্ধির জন্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাংসদদের অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান বেতন খুবই যত্সামান্য। এত কম বেতন দিয়ে জীবনের বিপুল খরচ ও দায়দায়িত্ব সামলে ওঠা যাচ্ছে না। কারণ, এককথায় তাঁদের তিন-তিনটে 'সংসার' পালন করতে হয়। এক- নিজেদের পরিবার, দুই- নিজের নির্বাচনী কেন্দ্র ও তিন- দিল্লির বাসভবন। এর উপর তাঁদের আরও যুক্তি বিশ্বের মোটে পাঁচটি দেশে (নেপাল, শ্রীলঙ্কা, পানামা, হাইতি, টিউনিশিয়া) সাংসদদের বেতন এদেশের সাংসদদের বেতন থেকে কম। তাই অতি দ্রুত এই বেতন পরিকাঠামোর পরিবর্তন প্রয়োজন।


এখন যোগী আদিত্যনাথ কমিটির সুপারিশ কার্যকর হলে কত হতে পারে সাংসদদের বর্ধিত বেতন ও পেনশন?


বর্তমান বেতন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা।


নির্বাচনী ভাতা ৯০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৮০,০০০ টাকা (আয়করবিহীন)।


অর্থাৎ মোটের উপর আয় ১,৪০,০০০ টাকা থেকে বেড়ে ২,৮০,০০০ টাকা।


পেনশন ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫,০০০ টাকা।


আরও পড়ুন,