ওয়েব ডেস্ক: প্রায়ই আমরা জাল নোটের কথা শুনে থাকি। জাল নোট নিয়ে রোজ নানারকম খবর শোনা যায়। কিন্তু আমাদের হাতে যদি একটা জাল নোট আর একটা আসল নোট দেওয়া হয়, তাহলে আমাদের মধ্যে অনেকেই কোনটা আসল আর কোনটা নকল তা বুঝতে পারবেন না। অথচ আসল নকলের ফারাক বুঝে নিজেকে নিরাপদে রাখাটা খুবই জরুরি। তাই জেনে নিন কীভাবে বুঝবেন কোনটা আসল নোট আর কোনটা নকল, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশানুযায়ী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) ওয়াটার মার্ক


২) সিকিউরিটি থ্রেড



৩) ল্যাটেন্ট ইমেজ


৪) মাইক্রোলেটারিং


৫) ইনট্যাগলিও প্রিন্টিং


৬) আইডেনটিফিকেশন মার্ক


৭) ফ্লুরোসেন্স


৮) অপটিক্যালি ভেরিয়েবল ইঙ্ক


আরও নিশ্চিতভাবে নোট চিনতে নিচের ভিডিও দেখুন