ওয়েব ডেস্ক : ছাড়, ছাড়, ছাড়... আর দেরি না করে এবার চটপট আপনার নিজের টিকিটটা কেটে ফেলুন। অফার লিমিটেড। সময় মাত্র ৩ দিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমান টিকিটের ক্ষেত্রে বড়সড় ছাড়ের ঘোষণা করল স্পাইসজেট। ৫১১ টাকায় পাওয়া যাচ্ছে বিমানের টিকিট। বাজেট ক্যারিয়ারের ১১ তম বর্ষপূর্তিতে সংস্থার তরফে এই অফার ঘোষণা করা হয়েছে। অফারের সময়সীমা আজ থেকে ৩ দিন। ১৯ মে-র মধ্যরাত পর্যন্ত ৫১১-প্রোমোশনাল স্কিমে আপনি টিকিট কাটতে পারবেন। অন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রে পাওয়া যাবে এই অফার। এই টিকিট নিয়ে ১৫ জুন থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেরাদুন, বাগডোগরা, উদয়পুর, জয়পুর, গোয়া, পোর্ট ব্লেয়ার, কোচি যে কোনও জায়গায় আপনি যেতে পারবেন। যাত্রাপথের দূরত্ব অনুয়ায়ী বেস ফেয়ার ৫১১ টাকার উপর শুধু কিছু অতিরিক্ত কর দিতে হবে।


আন্তর্দেশীয় উড়ানের ক্ষেত্রেও থাকছে এই বর্ষপূর্তি অফার। সেক্ষেত্রে বেস ফেয়ার দাঁড়াচ্ছে ২১১১ টাকা। ব্যাঙ্কক, কলম্বো, দুবাই, মাসকট রুটে ১ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে যাত্রার জন্য মিলবে এই অফার।