ওয়েব ডেস্ক: মাথা থেকে পা পর্যন্ত ঋণে ডোবা স্বামী। হাজার চেষ্টা করেও জোগাড় করা যায়নি ঋণ চোকানোর টাকা। শেষ পর্যন্ত নিজের বউকে বিক্রি করে ঋণ শোধ করার পরিকল্পনা করেন স্বামী। যেমন ভাবনা তেমন কাজ! কাকে বউ বেচেবেন? কোথায়ই বা বেচবেন? কেই বা নেবে তাঁর বউকে? এইসব ভেবে কুল কিনারা করতে না পেরে আশ্রয় নিলেন ফেসবুকের। প্রোফাইলে বউয়ের ছবি দিয়ে বিজ্ঞাপন। 'বউ বিক্রি আছে, মাত্র ১ লক্ষ টাকায়'।


ঘটনাটি ঘটেছে ইন্দোরে। খারগোন জেলার ৩০ বছরের ওই ব্যাক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী। অভিযোগ পেয়েই অভিযুক্ত দিলিপ মালিকে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে IPC ৫০৯ (মানহানি) ধারায় মামলা রজু করেছে পুলিস।