নিজস্ব প্রতিবেদন: গতির নেশা নাকি ট্রাফিক আইনকে ডোন্ট কেয়ার!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জোরে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভাঙাই নেশা হন্ডা জ্যাজ-এর মালিক তেলেঙ্গানার এক ব্যক্তির। গত এক বছরে জোরে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভেঙেছেন মোট ১২৭ বার। তবে তার থেকেও আশ্চ‌র্য হবেন আর একটা তথ্য জানলে। ২০১৭ সালের ৪ এপ্রিল থেকে ২০১৮ সালের ১০ মার্চ প‌র্যন্ত এ জন্য তাঁর জরিমানা হয়েছে মোট ১ লাখ ৮০ হাজার টাকা। পরিসংখ্যানটি পাওয়া গিয়েছে তেলেঙ্গানার ই-চালান পোর্টাল থেকে। সেই টাকা আদায় করতেই এখন হন্যে হয়ে ঘুরছে পুলিস।


কিছুদিন আগে স্পিড লিমিট ভাঙার জন্য ওই হন্ডা গাড়ির মালিককে ধরা হয় হায়দরাবাদের আউটার রিং রোডে। ওই রাস্তায় সে সময় গাড়ির গতির সর্বোচ্চ সীমা ছিল ১২০ কিলোমিটার। তার পরেও তিনি আইন ভাঙেন জোরে গাড়ি চালিয়েছেন।


আরও পড়ুন-নিকাহ হালালা ও বহুবিহাহ নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট


হায়দরাবাদের এয়ার ট্রাফিক পুলিস স্টেশনের ইনস্পেক্টর ডি ভি রেড্ডি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘আমরা ওই হন্ডা জ্যাজ গাড়ির চালককে মেসেজ পাঠিয়েছি। ও ‌যদি কোনও ফোন ব্যবহার না করে তাহলে তা পাবে না। তাই টোল প্লাজাগুলিকে গাড়িটির নম্বর দিয়ে দেওয়া হয়েছে। সেটিকে আটকে জরিমানা আদায় করা হবে।’