ওয়েব ডেস্ক: যাদবযুদ্ধে নতুন মোড়। এবার সাইকেল নিয়ে বাবা ও ছেলের টানাটানি। সাইকেল প্রতীক চায় দুই শিবিরই। অখিলেশরা আগেই দাবি করেছে। সোমবার একই দাবিতে কমিশনে যাচ্ছেন মুলায়মের প্রতিনিধিরা। দুহাজার বারোয় নির্বাচনের আগে রাজ্যজুড়ে সাইকেল র‍্যালি করেন অখিলেশ যাদব। সেই তাঁর শেষ সাইকেল চড়া। মুলায়ম কবে শেষবার সাইকেলে চড়েছেন তা তাঁর নিজেরই মনে নেই। কিন্তু, দুজনেরই সাইকেল চাই। প্রতীক হিসেবে। অখিলেশ শিবির আগেই দাবি জানিয়েছে। সোমবার একই দাবি জানিয়ে নির্বাচন কমিশনে যাচ্ছেন মুলায়মের প্রতিনিধিরা। তার আগে সপা প্রতিষ্ঠাতার দাবি, তিনিই পার্টি প্রধান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভোটের আগে সমাজবাদী পার্টির মধ্যে বিভাজন কমার কোনও লক্ষ্মণ নেই


অখিলেশের সঙ্গে যুদ্ধে মুলায়ম শিবিরের বাজি ঝানু রাজনীতিক অমর সিং। মুলায়মের সঙ্গে যদি অমর ও শিবপাল থাকেন, তাহলে বাকি দল অখিলেশের পাশে। কমিশনে সেই সমর্থনই দাবি করেছে অখিলেশ শিবির। তারাই আসল সমাজবাদী পার্টি। এটা প্রমাণ করতে ছয় বাক্স ভর্তি নথি জমা দিয়েছে অখিলেশরা। তারপরও যদি কমিশন সদয় না হয়, বিকল্পও ভেবে রাখা হয়েছে। লখনউয়ের দ্বন্দ্ব আবার দিল্লির মসনদে। সোমবার কমিশনে দরবার করবে মুলায়ম শিবির। নজর রাখবে গোটা দেশের রাজনৈতিক মহল। ভোট শুরু এগারোই ফেব্রুয়ারি।


আরও পড়ুন  চাঁদমারিতে নীল-সাদা, তাই ফের নবান্ন অভিযান করতে চলেছে বামেরা