নিজস্ব প্রতিবেদন: দেশে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমিতের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। আর সেই চাহিদাকে সামাল দিতে চেষ্টার ত্রুটি নেই সরকারের। এবার আকাশপথে সিঙ্গাপুর থেকে এল ৪টি ক্রাইয়োজেনিক অক্সিজেন কন্টেনার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিঙ্গাপুর থেকে কন্টেনারগুলি এয়ারলিফ্ট করেছে বায়ুসেনার C-17 বিমান। বিকেল ৪টে বেজে ৩০ মিনিটে পশ্চিমবঙ্গের পানাগড় এয়ারবেসে কন্টেনারগুলি অবতরণ করে সেটি।


 



করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের একাধিক এলাকায় দেখা গিয়েছে অক্সিজেনের সঙ্কট। তার জেরে মৃত্যুর ঘটনাও ঘটেছে। শুক্রবার থেকে ফাঁকা অক্সিজেন ট্যাঙ্কার ও কন্টেনারে অক্সিজেন ভরে বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে বায়ুসেনা। এর পাশাপাশি অত্যাবশ্যকীয় ওষুধও পাঠানো হচ্ছে আকাশপথে।


আরও পড়ুন- Covishield-র চেয়েও দামি Covaxin, ডোজ পিছু ₹৬০০ দিতে হবে রাজ্যকে