নিজস্ব প্রতিবেদন: পাক হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর এতদিনে ঘরে ফেরার অনুমতি পেলেন বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান। সম্ভবত তিনি ৩ সপ্তাহ ছুটিতে থাকতে পারবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অর্জুনের হাত ধরে বিজেপিতে ২২ কাউন্সিলর? প্রশ্নের মুখে ভাটপাড়ায় তৃণমূল পুরবোর্ডের ভবিষ্যত


বৃহস্পতিবারই অভিনন্দনের ডিব্রিফিং বা প্রশ্নোত্তর পর্ব শেষ হয়েছে। এইসময় তাঁকে পাক হেফাজতে থাকাকালীন বিভিন্ন প্রশ্ন করা হয়ে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই সময় তাঁর শারীরিক পরীক্ষাও হয়। তাঁর পাঁজরে ও চোখে আঘাতের চিহ্ন ছিল। দিল্লির সেনা হাসপাতালে তারও চিকিত্সা হয়।



উল্লেখ্য, মিগ-২১ জেট থেকে আপাতকালীন ইজেক্ট করে নামার সময় সাধারণত পাইলটদের মেরুদন্ডে জোরাল আঘাত লাগার সম্ভাবনা থাকে। কিন্তু অভিনন্দন পাক মাটিতে নামার পর তাঁকে মারধর করে জনতা। তার পায়ে আঘাত করা হয়।


আরও পড়ুন-লোকসভা ভোটে প্রার্থী ঘোষণা হতেই ট্রোলড, উপযুক্ত জবাব দিলেন মিমি-নুসরত


সূত্রের খবর, ডিব্রিফিংয়ের সময় অভিনন্দন বায়ুসেনার আধিকারিকদের জানিয়েছেন তাঁকে চরম মানসিক নির্যাতন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি পাক ফাইটার জেটকে তাড়া করতে গিয়ে পাক সীমানায় ভেঙে পড়ে অভিনন্দনের মিগ ২১ জেট। তার পরই তিনি পাক সেনার হাতে বন্দি হন। টানা ৬০ ঘণ্টা টানটান উত্তেজনার পর তাঁকে ফিরিয়ে আনে ভারত।