আগামিকাল আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলার রায়
মৃত্যুদণ্ড না রেহাই? পাক জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মী কুলভূষণ যাদবের ভবিষ্যত কি? উত্তর মিলবে আগামিকাল। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটেয় কুলভূষণ নিয়ে রায় দেবে হেগের আন্তর্জাতিক আদালত।
ওয়েব ডেস্ক : মৃত্যুদণ্ড না রেহাই? পাক জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনা কর্মী কুলভূষণ যাদবের ভবিষ্যত কি? উত্তর মিলবে আগামিকাল। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটেয় কুলভূষণ নিয়ে রায় দেবে হেগের আন্তর্জাতিক আদালত।
গুপ্তচর বৃত্তির অভিযোগে গতবছর মার্চে কুলভূষণকে গ্রেফতার করে পাকিস্তান। এবছরের ৯ এপ্রিল পাক সামরিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেয়। তীব্র প্রতিবাদ জানায় ভারত। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় নয়াদিল্লি। সোমবার হেগের আন্তর্জাতিক আদালতে এনিয়ে শুনানি হয়। তারপর আগামিকাল এনিয়ে রাষ ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত।
আরও পড়ুন, দেশে বিদ্যুত্ সমস্যা মেটাতে নয়া উদ্যোগ মোদী সরকারের