নিজস্ব প্রতিবেদন: টুইটার হ্যান্ডল নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল কেন্দ্রীয় সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ(ICMR)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, বুধবার সন্ধেয় দেখা যায়, সরকারের সমালোচনা করে করা বেশকিছু পোস্ট 'লাইক' দেওয়া হয়েছে আইসিএমআর-এর টুইটার হ্যান্ডল থেকে।


আরও পড়ুন-অনেকটা কমতে পারে দু'চাকার দাম! সরকার বলছে, বাইক, স্কুটি লাক্সারি জিনিস নয়



বুধবার বেশ কয়েকজন সরকারের সমালোচনা করে পোস্ট করা ওইসব টুইট শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। দেখা যায় ওই সব টুইটি 'লাইক' দিয়েছে আইসিএমআর। আর তার পরই হইচই শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। আইসিএমআর-এর নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গেই সংস্থা বিষয়টি নিয়ে বিবৃতি দেয়। পাশাপাশি, যেসব বিতর্কিত টুইটে 'লাইক' দেওয়া হয়েছিল তা মুছে ফেলা হয়।


আরও পড়ুন-বিধানসভা অধিবেশনে ২ দিন আগেই করোনা পজিটিভ পঞ্জাবের ২৩ বিধায়ক-মন্ত্রী


আইসিএমআরের তরফে জানানো হয়, 'আইসিএমআরের টুইটার হ্যান্ডলে অপব্যবহার (compromised)করা হয়েছে । এনিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য কেউ অসুবিধায় পড়লে তার জন্য আমার ক্ষমাপ্রার্থী।'