ওয়েব ডেস্ক : ফের শক্তিশালী IED বিস্ফোরণ মণিপুরে। বিস্ফোরণের জেরে জখম হয়েছেন তিন নিরাপত্তারক্ষা কর্মী। মণিপুরের খুদেংথাবিতে ১০২ নম্বর জাতীয় সড়কের উপর বিস্ফোরণটি ঘটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুয়ায়ী, জখম নিরাপত্তা রক্ষীরা আসাম রাইফেলসের অন্তর্গত। আহতদের সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক পরিস্থিতি সম্বন্ধে এখনও বিশদে কিছু জানা যায়নি।  


এর আগে ৮ মে, মণিপুরের তেংনউপাল জেলায় লোকচাও এলাকায় বিস্ফোরণের জেরে প্রাণ হারান এক জওয়ান। আহত হন আরও তিন জন। সেটিও IED ছিল বলে সন্দেহ।


আরও পড়ুন, কাশ্মীর পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে, দাবি রাজনাথের