ওয়েব ডেস্ক: আমার দিকে তাক করে ডিম ছুঁড়লে অসুবিধা নেই, আমি সেগুলো ভেজে ওমলেট করে খেয়ে নেব, ওড়িশার বিজু জনতা দল (বিজেডি) ও কংগ্রেস সমর্থকদের উদ্দেশে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী তথা বাংলার সাংসদ বাবুল সুপ্রিয়। প্রসঙ্গত, গতকাল ওড়িশার কেন্দ্রাপাড়া জেলার আউল বাজার চত্বরে কেন্দ্রীয় আদিবাসী উন্নয়ন মন্ত্রী জুয়াল ওরামের গাড়ি লক্ষ করে ক্ষমতাসীন বিজেডি সমর্থকরা ডিম ছোঁড়ে এবং কংগ্রেস কর্মীরা কালো পতাকা দেখায়। সেই প্রসঙ্গেই আজ সাংবাদিকরা তাঁর থেকে জানতে চান, তিনি এই পরিস্থিতিতে পড়লে কী ছোঁড়া ডিমের ভয়ে আতঙ্কিত হবেন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসানসোলের সাংসদ বলেন, তিনি আমিষ খান ফলে, কেউ ডিম ছুঁড়লে তিনি তা ওমলেট করে খেয়ে ফেলবেন। পাশাপাশি বাবুল এও বলেন যে, তিনি ওড়িশার চেয়েও রাজনৈতিক ভাবে বেশি সংঘর্ষপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ থেকে এসেছেন ফলে এসব তিনি মোটেই ভয় পান না। (আরও পড়ুন- ১৫০টি নির্বাচনে হার, ফের মনোনয়ন পেশ করলেন 'রাষ্ট্রপতি' পদের জন্য!)