নিজস্ব প্রতিবেদন: ড্রোন হামলার মোকাবিলা করতে ভারতীয় প্রযুক্তির ব্যবহার এবং মোদী জমানায় তৈরি হওয়া দেশের সিকিউরিটি পলিসি (security policy)। এই দুই অস্ত্রের কথা উল্লেখ করে নাম না করে প্রতিবেশী দু’দেশকে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সাফ জানালেন, প্রতিবেশীদের সঙ্গে সু-সম্পর্ক রাখতে বদ্ধপরিকর আমরা। তবে, কেউ দেশের নিরাপত্তায় আঘাত হানলে, পাল্টা উত্তর দিতে পিছ না হবে না ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার ‘রুস্তামজি মেমোরিয়াল লেকচার’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। সেখানে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা। বীর সেনাদের সম্মান জানানোর পাশাপাশি, সেখানে বক্তব্য পেশ করেন অমিত শাহ (Amit Shah)। সকলের উদ্দেশে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত, এ দেশে কোনও নির্দিষ্ট সিকিউরিটি পলিসি (security policy) ছিল না। বারবার বিদেশনীতির দ্বারা প্রভাবিত হয়েছে দেশের নিরাপত্তা নীতি। তবে নরেন্দ্র মোদী (Narendra Modi) প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর ভারতে প্রথমবার স্বচ্ছ নিরাপত্তা নীতি (security policy) বলবৎ হয়েছে।’


আরও পড়ুন: নিশীথ প্রামাণিক কি বাংলাদেশের নাগরিক? Modi-কে চিঠি অসমের প্রদেশ কংগ্রেস সভাপতির


কী সেই নীতি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সু-সম্পর্ক বজায় রেখে চলার পক্ষে আমরা। তবে কেউ যদি আমাদের সীমান্তে অশান্তি তৈরির চেষ্টা করে বা আমাদের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করে, তবে তাকে যথাযথ জবাব দেওয়াই আমাদের নীতি।’    


আরও পড়ুন: Dinesh-এর ছাড়া আসনে রাজ্যসভার প্রার্থী কে? ৩ নাম ঘিরে তৃণমূলের অন্দরে জোর জল্পনা


এখানেই শেষ নয়, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার মতো নাশকতার উত্তর যে ভারত দেবে, এদিন তাও বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ (Amit Shah)। তাঁর ঘোষণা, শীঘ্রই দেশীয় প্রযুক্তিতে ড্রোন হামলার মোকাবিলা করবে ভারত। সেই লক্ষ্যে DRDO কাজও শুরু করে দিয়েছে।