Dinesh-এর ছাড়া আসনে রাজ্যসভার প্রার্থী কে? ৩ নাম ঘিরে তৃণমূলের অন্দরে জোর জল্পনা

চর্চায় কাদের নাম?

Jul 17, 2021, 15:56 PM IST
1/6

প্রবীর চক্রবর্তী: রাজ্যে একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ত্যাগ করেন দীনেশ ত্রিবেদী। শাসকদলের রাজ্যসভার সাংসদ পদও ছাড়েন তিনি। যোগ দেন বিজেপিতে।

2/6

একুশের ভোট মিটেছে। তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রাজ্যসভায় দীনেশের ছেড়ে যাওয়া আসনে কাকে বসাবে তৃণমূল? ঘোরাফেরা করছে একাধিক নাম। তবে তিনটি নাম ঘিরে শাসকদলের অন্দরে জল্পনা প্রবল।      

3/6

প্রথমেই যাঁর নাম ঘিরে জল্পনা তুঙ্গে, তিনি হলেন প্রাক্তন প্রদানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জমানার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। একুশের যুদ্ধ জয়ের পর ২০২৪-এর লোকসভা ভোটকে টার্গেট করেছে তৃণমূল। জাতীয় রাজনীতিতে আরও ভিত শক্ত করছে রাজ্যের শাসকদল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেক্ষেত্রে প্রবল মোদীবিরোধী মুখ হিসেবে পরিচিত যশবন্দ সিনহা রাজ্যসভার সাংসদ হিসেবে সম্ভবত তৃণমূল নেত্রীত্বের প্রথম পছন্দ হতে পারেন।

4/6

সূত্রের খবর, পছন্দের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর নাম। একুশের বিধানসবা ভোটে পূর্ণেন্দু বসুকে প্রার্থী করেনি তৃণমূল। বরং নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচন সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। সেক্ষেত্রে তাঁকে রাজ্যসভায় সাংসদ করে পাঠাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

5/6

পরের নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি তৃণমূলেরই প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বর্তমান সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দলের মুখপাত্র হিসেবে যিনি বিভিন্ন সময় তুলোধনা করেন বিজেপিকে। এছাড়া তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং একুশের ভোটে দলের হয়ে প্রচারে নজর কেড়েছেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান, সেজন্য জাতীয় স্তরে বিজেপিবিরোধী সুর চওড়া করতে কুণাল ঘোষকে ফের রাজ্যসভার সাংসদ করতে পারে শাসকদল।

6/6

দীনেশ ত্রিবেদীর ছেড়ে দেওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৯ জুলাই। ৯ অগাস্ট হবে ভোটগ্রহণ।