নিজস্ব প্রতিবেদন: ২৩ মে যতই কাছে আসছে উত্কণ্ঠার পারদ চড়ছে রাজনৈতিক মহলে। ২০১৪ সালের মতোই এ বারও সংখ্যাগরিষ্ঠ জনমত নিয়েই বিজেপি ক্ষমতায় আসছে বলে বরাবর দাবি করেছেন মোদী-অমিত শাহেরা। তবে, উলটো পথে হাঁটলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে বিজেপির সংখ্যাগরিষ্ঠ পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। বলেন, “বিজেপি ২৭১ আসন পেলে ভীষণ খুশি হব।” সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাম মাধব যে সন্দিহান, তাঁর এই মন্তব্যে স্পষ্ট বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক মাধব জানান, একক সংখ্যা না মিললেও এনডিএ শরিকের সাহায্যে ফের ক্ষমতায় আসছে বিজেপি। তাঁর কথায়, সরকার বিরোধী হওয়া থাকায় ২০১৪ সালের মতো উত্তর ভারতে আসন কম পাওয়ার আশঙ্কা রয়েছে। তবে, পশ্চিমবঙ্গ, ওড়িশা-সহ উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে বেশি আসন পেয়ে সেই ক্ষত পূরণ করতে সক্ষম হবে বিজেপি।


আরও পড়ুন- জোর করে হাত চিহ্নে ভোট দেওয়ানোর অভিযোগ তুললেন বৃদ্ধা, কমিশনের দ্বারস্থ স্মৃতি


বাংলাকে এ বারের পাখির চোখ করে এগোচ্ছে গেরুয়া শিবির। ৪২টির মধ্যে ২৩টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে   প্রধানমন্ত্রী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ-সহ বিজেপির হেভিওয়েট নেতারা কার্যত ঝাঁপিয়ে পড়েছেন বাংলা। ওড়িশাতেও ভাল ফল করার প্রত্যাশা রাখছে গেরুয়া শিবির। তবে, রামের আক্ষেপ, দক্ষিণে বিজেপির সংগঠন আরও ভাল কাজ করলে ক্ষমতায় ফেরা সহজ হতো বিজেপির।