ওয়েব ডেস্ক: পায়ে হেটে, বাসে চেপে আর ক্লাসে আসতে হবে না তন্ময়কে। নিজের BMW চেপেই এবার কোচিং ক্লাসে আসবে ভারত সেরা তন্ময় শিখাওয়াত। আইআইটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সারা ভারতে ১১ নম্বর স্থানাধিকারি তন্ময় তাঁর কোচিং ইন্সটিটিউট থেকে উপহার পেলেন ২৭ লাখের গাড়ি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৭২ ঘণ্টাও হয়নি, যাদবপুরের ছাত্রের গুগলের লাখ টাকার চাকরি নিয়ে হৈ চৈ শুরু হয়েছিল গোটা রাজ্যে, সারা দেশে। এবার আইআইটি পরীক্ষায় ১১ নম্বর স্থান অর্জন করে ২৭.৫ লাখ টাকার গাড়ি উপহার পেলেন আইআইটি ছাত্র। আর এই লাল রঙের BMW-গিফট করল ছাত্রের আইআইটি কোচিং ইন্সটিটিউট। রাজস্থানের এই কোচিং সেন্টারের নাম সমর্পণ। এই ইনস্টিটিউটের ডিরেক্টর ঘোষণা করেছেন যে, তাঁর ইনস্টিটিউট থেকে যে ছাত্রই আইআইটি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় সারা ভারতে ২০ নম্বরের মধ্যে থাকবেন তাঁকে BMW গাড়ি উপহার দেবেন তাঁরা।