নিজস্ব প্রতিবেদন : ভারতীয় অর্থনীতি নিয়ে আশার কথা শোনালেন আইএমএফ প্রধান ক্রিস্টিন ল্যাগার্ডে। দিনকয়েক আগেই আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের জানিয়েছিল একদিকে নোট বাতিল ও অন্যদিকে জিএসটির ধাক্কায় ভারতের অর্থনীতির গতি কিছুটা শ্লথ হয়েছে। ল্যাগার্ডে যদিও এই ধাক্কাকে সাময়িক বলেই উল্লেখ করলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্রিস্টিন ল্যাগার্ডে বলেন, ভারতের অর্থনীতির ভবিষ্যত নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। প্রাথমিকভাবে নোট বাতিল ও জিএসটির ধাক্কায় ভারতের আর্থিক বৃদ্ধির হার কিছুটা কমেছে। কিন্তু এই অর্থনৈতিক সংস্কার দীর্ঘমেয়াদী ভিত্তিতে ভারতীয় অর্থনীতিকে মজবুত ভিতের উপর দাঁড় করাবে।


তিনি আরও বলেন, দুটি বৃহত্ অর্থনৈতিক সংস্কারের ফলে ভারতীয় অর্থনীতিতে যেটুকু ধাক্কা এসেছে, তা খুবই সামান্য। কিন্তু অন্যদিকে ঘাটতির পরিমাণ কমেছে, মূল্যবৃদ্ধিতে লাগাম পরানো গেছে। যা খুবই ইতিবাচক।


আরও পড়ুন, প্রধানমন্ত্রীকে আনতে গিয়ে বিমানবন্দরে আটকে গেলেন নীতীশই