নয়াদিল্লি: আট মাস হয়ে গেল দিল্লি শাসকহীন। আর মঙ্গলবার বিস্ফোরণ হল শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকার ও দিল্লির উপরাজ্যপাল নবীন জঙ্গকে কড়া ভাষায় আদালত বলেছে, "একটি গণতন্ত্রে, রাষ্ট্রপতি শাসন কখনই আজীবন  চলতে পারে না।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবারই কেন্দ্র শীর্ষ আদালতে জানায়, সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় ভারতীয় জনতা পার্টিকে দিল্লির সরকার গঠনের জন্য আমন্ত্রন জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার জবাবেই কড়া ভাষায় এল  আদালত থেকে,"প্রত্যেকবার শুনানির আগে কেন্দ্র একটি বিবৃতি নিয়ে হাজির হয়, কিন্তু আখেরে কিছুই হয় না।'' অনেক সময় দেওয়া স্বত্বেও দিল্লির সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা বজায় থাকার জন্য সমালোচনা করেছে শীর্ষ আদালত।


ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে রাষ্ট্রপতি শাসন  জারি থাকবে, এমনটাই আদালতে জানানো হয় কেন্দ্রের তরেফে। সুপ্রিম কোর্টে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মামলা করেন দিল্লি বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে ভোট নিতে হবে সেখানে। সেই সংক্রান্ত মামলাতেই এদিন করা রায় দিল আদালত।