ওয়েব ডেস্ক:  হাত মেলালেই ছড়ায় এইডস। সম্প্রতি এমনই অপপ্রচার চালানো হচ্ছে পঞ্জাবে। পঞ্চাব এইডস কন্ট্রোল সোসাইটির বিরুদ্ধেই এই বিভ্রান্তিমূলক প্রচার চালানোর অভিযোগ উঠছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, সম্প্রতি এই সংস্থার তরফে একটি প্যামফ্লেট বিলি করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, এইচআইভি এইডস আক্রান্তদের সঙ্গে হাত মেলালে এই রোগ ছড়াতে পারে। শুধু তাই নয়, বলা হয়েছে আরও অনেক অবৈজ্ঞানীক কথা। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত খবর অনুযায়ী, প্যামফ্লেটে উল্লেখ রয়েছে, এইডস আক্রান্ত কোনও রোগী যে বাথরুম ব্যবহার করেন কিংবা যে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেন, সেই একই জিনিস অন্য কোনও ব্যক্তি ব্যবহার করলেও মারণ রোগ শরীরে বাসা বাঁধতে পারে তাঁর শরীরে। প্যামফ্লেটে কোনও বিশেষজ্ঞেরও মত নেই।


এইডস নিয়ে এত সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে, মানুষের ভুল ধারনা ভাঙার সবরকম চেষ্টা চলছে সর্বত্র। সেখানে দাঁড়িয়ে কীভাবে একটি সরকারি সংস্থা এইভাবে প্রচার চালাতে পারে, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। যদিও এই সংস্থার তরফে কারোও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।