নিজস্ব প্রতিবেদন: ছুরি নিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি। দিল্লির কেরল ভবনে শনিবারের ঘটনা। ওই ব্যক্তিকে বলপূর্বক নিরস্ত করেন নিরাপত্তারক্ষীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এক ব্যক্তি কেরল ভবনে ঢোকার সময় তাঁকে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। ওই ব্যক্তির কাছে একটি ছুরি ছিল। তা দেখে ওই ব্যক্তিকে ঘিরে ধরেন নিরাপত্তাকর্মীরা। এর পর মাটিতে ফেলে অনেকে মিলে চেপে ধরেন তাঁকে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা। ঘটনার সময় কেরল ভবনেই ছিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 


 



বাংলায় কবে শুরু হবে রথযাত্রা, নির্ঘণ্ট ঘোষণা করল বিজেপি


এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার নিরাপত্তার বেড়া ভেঙে ভিভিআইপি জোনে ঢোকার চেষ্টায়  বাধার মুখে পড়লেন কোনও ব্যক্তি। শনিবার সকালে জম্মুকে ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার বাড়িতে গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করেন এক ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা গুলি চালালে মৃত্যু হয় তাঁর।