নিজস্ব প্রতিবেদন: সময় লেগেছে মাত্র ২ মাস। করোনার (Corona) দ্বিতীয় ঢেউ কেড়ে নিয়েছে ২৬৯ জন ডাক্তারের প্রাণ, এমনটাই জানাচ্ছে The Indian Medical Association (IMA)। যদি রাজ্য অনুযায়ী ভাগ করা যায় এই পরিসংখ্যানকে, তাহলে দেখা যাচ্ছে প্রথমেই রয়েছে বিহার (Bihar) তারপর উত্তরপ্রদেশ (Uttarpradesh)। অর্থাৎ করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) আছড়ে পড়তেই বিহারে সবচেয়ে বেশি চিকিৎসকের প্রাণ গিয়েছে। তারপরই উত্তরপ্রদেশ। The Indian Medical Association-র তথ্য বলছে বিহারে ৭৮ ও উত্তরপ্রদেশে ৩৭ জন ডাক্তার প্রাণ হারিয়েছেন কোভিডে (Covid-19)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লিতে (Delhi) গত দুই মাসের মধ্যে মারা গিয়েছেন ২৮ জন চিকিৎসক। যদি গত বছরের পরিসংখ্যান দেখা যায়, সে সময় (করোনার প্রথম ঢেউয়ে) করোনায় (Corona) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৪৮ জন। 


আরও পড়ুন: ফের একলাফে অনেকটা কমল দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যায় রেকর্ড


আইএমএ জানিয়েছে যে কোভিডের (Covid) কারণে এখনও পর্যন্ত এক হাজার চিকিৎসক মারা গিয়েছেন, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ চিকিৎসকদের অ্যাসোসিয়েশন (doctors’ association) কেবল তার সাড়ে ৩ লাখ সদস্যের রেকর্ড রাখে। ভারতে ১২ লক্ষেরও বেশি চিকিৎসক রয়েছেন।


আরও পড়ুন: রাতভর মহারাষ্ট্র-গুজরাটে 'Tauktae'-র তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রাণহানি


এখনও অবধি ভারতের প্রথমসারির কোভিড যোদ্ধাদের মধ্যে ৬৬ % দুটো ডোজের টিকা পেয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছেন, যে ভ্যাকসিনগুলি বেশিরভাগ চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করেছে কারণ ৯০% স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে প্রথম ডোজ গ্রহণ করেছেন।