ওয়েব ডেস্ক: 'বন্দে মাতরম' বাজার সময়ে উঠে দাঁড়ানো নিয়ে ফের বিতর্ক। উত্তরপ্রদেশের মুফফরনগরে বন্দে মাতরম গানের সময় সংখ্যালঘু নেতাদের জোর করে উঠে দাঁড়াতে বাধ্য করল বজরং দল। 
    
শনিবার নগর পঞ্চায়েতে বন্দে মাতরম গানের সময়ে উঠে দাঁড়াতে অস্বীকার করেন সংখ্যালঘু নেতারা। 'ধর্মীয় কারণে' তাঁরা উঠে দাঁড়াতে চাননি, বলে খবর। অভিযোগ, ঠিক সেই সময়েই তাঁদের উঠতে বাধ্য করেছে বজরং দল। তবে গান গাইতে চাননি সংখ্যালঘু নেতারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের রায়ের পরও এসএমএস পাঠিয়ে স্ত্রীকে তিন তালাক


মেরঠ পুরসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বন্দে মাতরম শুনে উঠে দাঁড়ানো নিয়ে গতবছর বিতর্কের সৃষ্টি হয়েছিল। বন্দে মাতরম গানের সময় উঠে দাঁড়াননি ৭ সংখ্যালঘু কাউন্সিলর। সে সময় তাঁদের সদস্যপদ খারিজেরও প্রস্তাব দেন মেয়র। উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর প্রতিটি পুরসভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।