নতুন নোটে ৩০ লাখ বাজেয়াপ্ত, উদ্ধার ৫ কেজি সোনা
আয়কর কর্তাদের নজরে তামিলনাড়ুর মুখ্যসচিব পি রমা মোহন রাও। টানা ২৪ ঘণ্টা ধরে তাঁর বাড়ি সহ ১৩ জায়গায় তল্লাসি চালাল আয়কর দফতরের আধিকারিকরা। উদ্ধার হল ৩০ লক্ষ টাকা। তার মধ্যে অধিকাংশই নতুন নোট। মিলেছে পাঁচ কেজি সোনা। আটক করা হয়েছে ২ আপ্ত সহায়ককে। আরও পড়ুন- `মোদীর বিরুদ্ধে রাহুলের বোমা পর্বতের মূষিকপ্রসব`, মত বিশেষজ্ঞদের
ওয়েব ডেস্ক: আয়কর কর্তাদের নজরে তামিলনাড়ুর মুখ্যসচিব পি রমা মোহন রাও। টানা ২৪ ঘণ্টা ধরে তাঁর বাড়ি সহ ১৩ জায়গায় তল্লাসি চালাল আয়কর দফতরের আধিকারিকরা। উদ্ধার হল ৩০ লক্ষ টাকা। তার মধ্যে অধিকাংশই নতুন নোট। মিলেছে পাঁচ কেজি সোনা। আটক করা হয়েছে ২ আপ্ত সহায়ককে। আরও পড়ুন- 'মোদীর বিরুদ্ধে রাহুলের বোমা পর্বতের মূষিকপ্রসব', মত বিশেষজ্ঞদের
টাকার উৎস কী, তা জানতে জেরা চলছে। দিনকয়েক আগে ধৃত বালি মাফিয়া শেখর রেড্ডির সঙ্গে মুখ্যসচিবের কোনও যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখতেই তদন্ত করেন আয়কর কর্তারা। শেখর রেড্ডির থেকে বাজেয়াপ্ত করা কাগজপত্রে সম্ভবত কোনও লিঙ্ক খুঁজে পায় আয়কর দফতর। তার জেরেই এই তল্লাসি। রাজ্যের কোনও মুখ্যসচিবের বাড়িতে এই ধরনের আয়কর হানা নজিরবিহীন। দাবি করেছেন DMK নেতা MK স্তালিন। আরও পড়ুন- নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতির লিস্ট প্রকাশ করলেন রাহুল গান্ধী!