সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি `তেজস` যোগ দিল ভারতীয় বায়ুসেনাতে
আরও একটু শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। আজ বায়ু সেনাতে যোগ দিল দুই নতুন অতিথি। সম্পুর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট `তেজস` যুক্ত হল ভারতীয় বায়ুসেনাতে।
ওয়েব ডেস্ক : আরও একটু শক্তিশালী হল ভারতীয় বায়ুসেনা। আজ বায়ু সেনাতে যোগ দিল দুই নতুন অতিথি। সম্পুর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট "তেজস' যুক্ত হল ভারতীয় বায়ুসেনাতে।
এক ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক এই বিমান খুবই হাল্কা। সুপারসনিক এই যুদ্ধবিমান সব ধরনের প্রতিকুল পরিস্থিতি সামলাতে সক্ষম। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে যৌথভাবে এই বিমান তৈরি করেছে HAL বা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড।
শুক্রবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে, দুটি "তেজস' লাইট কমব্যাট এয়ারক্র্যাফ্ট বায়ু সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। নারকেল ফাটিয়ে যাত্রার শুভ সূচনা করেন এয়ারফোর্স অফিসাররা। এই উপলক্ষে সর্বধর্ম প্রার্থনাসভারও আয়োজন করা হয়।
দেখুন সেই ভিডিও,