নিজস্ব প্রতিবেদন: বিশ্ব অর্থনীতিতে বাড়ছে ভারতের অংশীদারিত্ব। বিশ্ব ব্যাঙ্ক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান বলছে, বিশ্বের জিডিপি-তে ভারতের অবদান বৃদ্ধি পাচ্ছে। ২০১৪ সালে ভারতের অংশীদারিত্ব ছিল ২.৬ শতাংশ। সেখান থেকে ২০১৭ সালে তা পৌঁছেছে ৩.১ শতাংশ। রাজ্যসভায় একথা জানিয়েছেন  অর্থ প্রতিমন্ত্রী রাধাকৃষ্ণন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর্থিক বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে অর্থনীতির গতি ঊর্ধ্বমুখী করতে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। গত ১ জুলাই চালু হয়েছে পণ্য ও পরিষেবা কর। দেউলিয়া আইনেও সংস্কার করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, মোদী সরকারের জমানাতেই ব্যবসাবান্ধব দেশের তালিকায় ৩০ ধাপ উপরে উঠে এসেছে ভারতের স্থান। 


২০১৭-১৮ আর্থিক সমীক্ষার মতে, ২০১৮-১৯ আর্থিক বছরে জিডিপি পৌঁছতে পারে ৭-৭.৫ শতাংশ। তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এই পরিসংখ্যানে ব্যাঘাত ঘটাতে পারে বলে মত অনেকের। 


আরও পড়ুন- মহারাষ্ট্রের সচিবালয়ে প্রতিদিন ১৮,৫০০ কাপ চা পান, ইঁদুরের পর চা দুর্নীতির অভিযোগ কংগ্রেসের