নিজস্ব প্রতিবেদন: একদিকে সাফল্য, অন্যদিকে চরম ব্যর্থতা। একদিকে যখন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ী হয়ে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করলেন হরিয়ানার মানুষী চিল্লার, তখন অন্যদিকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা দশের তালিকাতেই পৌঁছতে পারলেন না শ্রদ্ধা শশীধর। তাঁকে বহু যোজন পিছনে ফেলে মিস ইউনিভার্সের মুকুট জিতে নিলেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল-পিটার্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ডাকাতির হাত থেকে মহিলাকে বাঁচাল রাস্তার কুকুর


মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে শ্রদ্ধা শশীধরের প্রতিনিধিত্বের খবর প্রকাশ পেতেই মুকুট জয়ের আশা জেগেছিল। সেই আশা আরও খানিকটা বেড়ে যায় মানুষী চিল্লার মিস ওয়ার্ল্ড মুকুট জেতার পর। কিন্তু আশা মিটল না, ফিরে এল ব্যর্থতা। প্রতিযোগিতার সেরা দশেও পৌঁছতে পারলেন না শ্রদ্ধা শশীধর। বরং মিস ইউনিভার্সের মুকুট উঠল দক্ষিণ আফ্রিকার প্রতিযোগীর মাথায়।


৯২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়। কিন্তু সবাইকে হারিয়ে খেতাব জিতে নেন দক্ষিণ আফ্রিকার ডেমি-লেই নেল-পিটার্স। প্রতিযোগিতায় সেরা হয়ে দক্ষিণ আফ্রিকার এই কন্যে বিপুল অর্থ, নিউ ইয়র্ক সিটিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং আরও অনেক পুরস্কার জিতে নিয়েছেন।


আরও পড়ুন : ক্যাটরিনার সঙ্গে কাজ করতে চান না শাহিদ কাপুর? জানুন সত্যিটা