বুরহান ওয়ানির মৃত্যু ইস্যুতে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে একহাত নিল ভারত
কাশ্মীরের অশান্তির আগুনে হাওয়া দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে পাকিস্তানকে বিঁধল ভারত। রাষ্ট্রপুঞ্জে এখন ভারতের দূত সৈয়দ আকবরউদ্দিন।
ওয়েব ডেস্ক : কাশ্মীরের অশান্তির আগুনে হাওয়া দেওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে পাকিস্তানকে বিঁধল ভারত। রাষ্ট্রপুঞ্জে এখন ভারতের দূত সৈয়দ আকবরউদ্দিন।
তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের মঞ্চের অপব্যবহার করছে পাকিস্তান। হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুতে সন্ত্রীসবাদীর শৌর্য প্রতিষ্ঠায় তেড়েফুঁড়ে নেমেছে ইসলামাবাদ। ভারতের ভূখণ্ড দখলের লক্ষ্যে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি বানিয়ে ফেলেছে পাকিস্তান সরকার।
গতকালই ১৯৩ সদস্যের রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার নিয়ে বিতর্ক সভা বসেছিল। সেখানে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতকে তীব্র নিশানা করেন পাক দূত মলিহা লোধি। পাকিস্তানের তরফে ফের গণভোটের দাবি জানানো হয়। আজ তার পাল্টা দিলেন আকবরউদ্দিন।