নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার মধ্যে ৬ থেকে বেড়ে ২০ ছুঁল করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। যে খবরে উদ্বেগ গোটা দেশে। তাই আপাতত ব্রিটেন -ভারত বিমান স্থগিতের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত, ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকছে ব্রিটেন-ভারত বিমান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার সকালে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইটারে বিবৃতি প্রকাশ করে বলেন, ‘ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধের মেয়াদ ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তার পর কড়া নিয়ন্ত্রণের মাধ্যমে পরিষেবা চালু করা হবে। খুব শীঘ্র বিশদে এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র’।



ব্রিটেনে করোনাভাইরাসের নয়া স্ট্রেনের খোঁজ মিলতেই ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ব্রিটেনের সঙ্গে বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ভারত থেকেও কোনও বিমান যাবে না ব্রিটেনের উদ্দেশেও। সম্প্রতি সেই সময়সীমা বাড়াল কেন্দ্র।