নিজস্ব প্রতিবেদন: শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ভারত  থেকে অন্যান্য দেশে গমের রপ্তানি বন্ধ করা হচ্ছে। দেশে খাদ্যদ্রব্যের বাড়তে থাকা দাম নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানা গেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও এই নোটিশ বেরনোর আগে যেসব শিপমেন্টের রপ্তানির জন্য ইররিভোকেবল লেটারস অফ ক্রেডিট দেওয়া হয়েছে সেগুলিকে আটকান হবেনা বলেই জানানো হয়েছে। মে মাসের ১৩ তারিখে এই খবর জানিয়েছেন ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। 


আরও জানানো হয়েছে যে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে যদি অন্যান্য দেশের সরকারের অনুরধের ভিত্তিতে তাদের দেশের খাদ্য নিরাপত্তার চাহিদা মেটানোর জন্য ভারত সরকার অনুমতি দেয়। 


আরও পড়ুন: Mundka Fire: বিধ্বংসী আগুন দিল্লির মুন্ডকায়, পাওয়া গেল মানুষের পোড়া দেহাবশেষ; মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা


একটি পৃথক বিজ্ঞপ্তিতে, ডিজিএফটি পেঁয়াজ বীজের জন্য রপ্তানির শর্ত সহজ করার কথাও ঘোষণা করেছে। এর আগে পেঁয়াজের বীজের রপ্তানি নিষিদ্ধ ছিল।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)