নিজস্ব প্রতিবেদন: ভারতের পিছিয়ে পড়ার দায় দেশের ৫ বিজেপি শাসিত রাজ্যের উপরে চাপিয়ে দিলেন নীতি আয়োগের সিইও। মঙ্গলবার দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে নীতি আয়োগের চেয়ারম্যান অমিতাভ কান্ত এই বিস্ফোরক মন্তব্য করেন। সাধারণভাবে উত্তরপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যকে পিছিয়ে পড়া বলে মনে করা হয় না। কিন্তু অমিতাভ কান্তের মন্তব্য, ‘দেশের পূর্বভাগ, বিশেষ করে বিহার, ইউপি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্য বিভিন্ন সামাজিক মানদন্ডের নিরিখে দেশকে পিছিয়ে দিচ্ছে।’


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন নীতি আয়োগের চেয়ারম্যান স্পষ্ট করে দেন যে, দেশে ব্যবসা করার পরিবেশ (ইস অফ ডুয়িং বিজনেস) আরও ভালো হয়েছে তবে হিউম্যান ডেভলপমেন্ট ইন্ডেক্স ক্রমশ নীচে নেমে ‌যাচ্ছে। দুনিয়ায় ১৮৮টি দেশের মধ্যে মানব উন্নয়ন সূচক অনু‌যায়ী ভারতের স্থান ১৩১ নম্বরে।


আরও পড়ুন-অপহরণের পর গণধর্ষণ, ফের ধর্ষকদের লালসার শিকার স্কুল পড়ুয়া


নীতি আয়োগ সিইও-র এমন মন্তব্য কেন্দ্রীয় সরকারকে ‌যে জোর ধাক্কা দেবে সে বিষয়ে সন্দেহ নেই। ‌যে ৫ রাজ্যের নাম করা হয়েছে সেখানে বাসবাস করেন দেশর প্রায় অর্ধেক মানুষ। অমিতাভ কান্ত এদিন বলেন, ‘শিক্ষা ও স্বাস্থ্য একটি বড় ক্ষেত্র। এখানে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে। এখানে ক্লাস ফাইভের ছাত্র ক্লাস টু-এর বিয়োগ করতে পারে না। মাতৃভাষাটাও সঠিকভাবে পড়তে পারে না। শিশু মৃত্যুর হার খুব বেশি। এইসব জায়গায় উন্নতি করতে না পারলে উন্নয়ন অসম্ভব।’


আরও পড়ুন-আক্রান্ত মনোজ চক্রবর্তী, মনোনয়ন পোড়ালেন কংগ্রেস প্রার্থীরা
উল্লেখ্য, দেশে ১০১টি পিছিয়েপড়া জেলার তালিকা তৈরি করেছে নীতি আয়োগ। বলা হয়েছে ওইসব জেলাগুলির উন্নতি করতে না পারলে জিডিপি বৃদ্ধির হার নীচেই থাকবে।