ওয়েব ডেস্ক : সন্ত্রাসবাদী সংগঠন IS এর হিটলিস্টে রয়েছে ভারত।  IS জঙ্গিদের কবল থেকে মুক্ত হয়ে এমনই চাঞ্চল্যকর দাবি ভারতীয় চিকিত্‍সক রামমূর্তি কোসানামাইয়ের। চিকিত্‍সকের দাবি, ভারতকে দখল করাই এখন IS এর প্রধান  লক্ষ্য। বছর দুই আগে লিবিয়া থেকে অপহূত হন কোসানামাই। গতকালই জঙ্গিডেরা থেকে তাকে উদ্ধার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামমূর্তি জানিয়েছেন, ১০ বছরের শিশুরাও রয়েছে IS যোদ্ধার তালিকায়। আত্মঘাতী জঙ্গিদের প্রশিক্ষণ নিয়েও চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন চিকিত্‍সক। তিনি জানিয়েছেন, বড় ধরণের নাশকতায় বোমায় নিজেকে উড়িয়ে দিতেও হাত কাঁপেনা এই সব আত্মঘাতী জঙ্গি বাহিনীর। কারন তারা মনে এসবই পূণ্যের কাজ। চিকিত্‍সক জানিয়েছেন, IS জঙ্গিরা তাকে মারধর না করলেও, মানসিক নির্যাতন চালাত। বর্বর কার্যকলাপের ভিডিও দেখতে বাধ্য করত।


আরও পড়ুন, জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল ৩ পথচারীকে