জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল ৩ পথচারীকে

জার্মানির হিডেলবার্গ শহরে নাটক। হিট অ্যান্ড রানে এক পথচারীর মৃত্যু। তারপর অভিযুক্ত গাড়ির চালককে গুলি পুলিসের। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফুটপাথে তুলে দেয় ওই ব্যক্তি। বেপরোয়া গাড়ি পিষে দেয় ৩ জনকে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়।  এরপরই শুরু হয় আসল নাটক।

Updated By: Feb 26, 2017, 09:00 AM IST
জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল ৩ পথচারীকে

ওয়েব ডেস্ক : জার্মানির হিডেলবার্গ শহরে নাটক। হিট অ্যান্ড রানে এক পথচারীর মৃত্যু। তারপর অভিযুক্ত গাড়ির চালককে গুলি পুলিসের। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফুটপাথে তুলে দেয় ওই ব্যক্তি। বেপরোয়া গাড়ি পিষে দেয় ৩ জনকে। ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়।  এরপরই শুরু হয় আসল নাটক।

গাড়ি ছেড়ে হাতে ছুরি নিয়ে দৌড়তে থাকে আততায়ী। পুলিস আধিকারিকরা ওই ব্যক্তিকে ঘিরে ফেলেন। অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানায় এরপরই ওই ব্যক্তিকে গুলি করে পুলিস। এখনও পর্যন্ত এই ঘটনায় এখনও পর্যন্ত জঙ্গি যোগ পাননি গোয়েন্দারা।

১৯ ডিসেম্বরের স্মৃতি এখনও জার্মানবাসীদের মনে টাটকা। ওই দিন বার্লিনের রাস্তায় ট্রাক চালিয়ে ১২ জনকে পিষে দেওয়ার ছবি সবার মনে গেঁথে রয়েছে। এই ঘটনার পিছনেও আইসিল যোগ আছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন, 'বারাক ওবামাই হোক আমাদের প্রেসিডেন্ট!', আওয়াজ উঠল ফ্রান্সে

.