গত ৩০ বছরে সর্বনিম্ন GDP-র বৃদ্ধির হার দেখতে চলেছে ভারত!
![গত ৩০ বছরে সর্বনিম্ন GDP-র বৃদ্ধির হার দেখতে চলেছে ভারত! গত ৩০ বছরে সর্বনিম্ন GDP-র বৃদ্ধির হার দেখতে চলেছে ভারত!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2020/04/13/243958-whatsapp-image-2020-04-13-at-11.21.12-am.jpeg?itok=JOvR-5Z2)
বৃদ্ধির হার কম ছিলই। মড়ার উপর খাঁড়ার ঘা করোনাভাইরাস নিয়ন্ত্রণ, লকডাউন।
নিজস্ব প্রতিবেদন : চলতি অর্থবর্ষে গত ৩ দশকের সবথেকে কম আর্থিক বৃদ্ধির হার দেখতে পারে ভারত। করোনাভাইরাসের অর্থনীতির উপর প্রভাব ব্যাখা করতে গিয়ে রবিবার এমনই ভবিষ্যদ্বাণী করল বিশ্ব ব্যাঙ্ক। দক্ষিণ এশিয় দেশগুলিতে করোনার প্রভাব সংক্রান্ত রিপোর্টে এমনটা জানাল বিশ্ব ব্যাঙ্ক।
বিশ্ব ব্যাঙ্কের মতে, চলতি আর্থিক বছর, অর্থাত্ ২০২০-২১-এ ভারতের আর্থিক বৃদ্ধির মাত্র ১.৫ শতাংশ থেকে ২.৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। তুলনাস্বরূপ ২০১৯-২০ সালে সংখ্যাটা ৪.৮ থেকে ৫ শতাংশের মধ্যে থাকবে বলে জানিয়েছিল বিশ্ব ব্যাঙ্ক। অর্থাত্ বৃদ্ধির হার কম ছিলই। মড়ার উপর খাঁড়ার ঘা করোনাভাইরাস নিয়ন্ত্রণ, লকডাউন।
করোনাভাইরাস নিয়ন্ত্রণের একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। আর সেই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই দেশজুড়ে লকডাউন জারি করেছে সরকার। ফলে বন্ধ বহু কলকারখানা, ছোট-বড় ব্যবসা। বন্ধ হয়ে গিয়েছে পরিবহন ব্যবস্থা, বিমান ও রেল চলাচল। এর যে একটা প্রত্যক্ষ্য প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে তা বলা বাহুল্য। বিশ্ব ব্যাঙ্ক জানায়, চাহিদা ও যোগানের এই শৃঙ্খলটি বাধাপ্রাপ্ত হওয়ার ফলে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।
তবে এর মধ্যে আশার বিষয় ধীরে ধীরে সারা বিশ্বের মতোই ভারতের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াবে। আগামী অর্থবর্ষে, অর্থাত্ ২০২১-২২-এ আর্থিক বৃদ্ধির হার আবারও বৃদ্ধি পেয়ে ৫ শতাংশের আশেপাশে চলে আসবে বলে মনে করা হচ্ছে।
শুধু ভারতই নয়, সমগ্র বিশ্বের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব প্রকট। মার্কিন যুক্তরাষ্ট্রে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ মানুষ নিজেদের কাজ হারিয়েছেন। চিনে করোনাভাইরাস লকডাউনের ফলে গত তিন বছরে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অর্থাত্ সমগ্র বিশ্বের মতোই করোনাভাইরাসের ফলে আর্থিক বাধার সম্মুখীন ভারত। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট বলছে, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশেই একইভাবে আর্থিক বৃদ্ধির হার তলানিতে পৌঁছবে।
আরও পড়ুন: বিক্রি হবে মদ, জানিয়ে দিল এই দুই রাজ্যের আবগারি দফতর