নিজস্ব প্রতিবেদন: প্যারিস জলবায়ু চুক্তির পাঁচ বছর পূর্তি উপলক্ষে 'ক্লাইমেট অ্যাম্বিশন সামিট, ২০২০' শীর্ষক একটি ভার্চুয়াল সম্মেলনের আয়োজন হয়েছিল। শনিবার সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০০৫ সালের তুলনায় কার্বন নির্গমনের মাত্রা ২১ শতাংশ কমিয়ে ফেলেছে ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই তথ্য তুলে মোদী জানান, শুধু লক্ষ্যপূরণের পথে চলা নয়, জলবায়ু সংরক্ষণে প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রাকেও ছাপিয়ে যাওয়ার দিকে এগোচ্ছে ভারত। মোদী সেই ভার্চুয়াল সম্মেলন থেকে বলেন, 'আজ আমরা আরও উঁচুতে তাকাতে চাই। তবে অতীত ভুললেও চলবে না। আমাদের লক্ষ্যকে নতুন করে সাজানোর পাশাপাশি আমরা কী করতে পেরেছি, তার পর্যালোচনাও প্রয়োজন। ২০৪৭ সালে স্বাধীনতার শতবর্ষে পা দেওয়া ভারত শুধু তার লক্ষ্যপূরণই করবে না, আপনাদের প্রত্যাশাকে ছাপিয়ে যাবে।'


প্রসঙ্গত, জলবায়ু চুক্তি নিয়ে সারা পৃথিবীতে বিভিন্ন দেশগুলির মধ্যে সারা বছর ধরেই নানা চাপানউতোর চলে। উন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে চলে দড়ি টানাটানি। তবে, সেই প্রেক্ষিতে পরিবেশের দিকে তাকিয়ে নরেন্দ্র মোদীর এই উক্তি নিয়ে যথেষ্ট আশাবাদী পরিবেশপ্রেমী মানুষজন।
  also read: বণিকসভায় চিন নিয়ে হতাশা ঝরে পড়ল ভারতের গলায়