ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণরেখা অশান্ত হয়ে উঠলেও সীমান্ত পেরিয়ে বাসযাত্রা চালু রয়েছে। আজও সকালে দিল্লির আম্বেদকর টার্মিনাল থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস। অনেকেই বলছেন, ভয়ের কিছু তো হয়নি। সবই লোক দেখানো। আর তাই সেই লোক দেখানো ভয়কে জয় করেই যাত্রা শুরু হল আজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সীমান্তে যুদ্ধের দামামা, ঘরছাড়া গ্রামবাসীরা


গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনা শিবিরে জঙ্গি হানায় প্রাণ হারান ১৮ জন ভারতীয় জওয়ান। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে চির ধরতে শুরু করে। বুধবার রাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারত একাধিক জঙ্গিঘাটিতে আক্রমণ করে। খতম করা হয় বেশ কয়েকজন জঙ্গিকে। এই হামলাকে অবশ্য ভারত সার্জিক্যাল অ্যাটাক বলে দাবি করে।


মনে করা হয়েছিল এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধ হয়ে যাবে প্রতিটি বিষয়। কিন্তু, আজ ফের দু'দেশের মধ্যে বাসযাত্রা নতুন মাত্রা এনে দিল।