সীমান্তে যুদ্ধের দামামা, ঘরছাড়া গ্রামবাসীরা

সীমান্তে যুদ্ধের দামামা। ঘরছাড়া গ্রামবাসীরা। পাক হামলার আশঙ্কায় রাতভর জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি খালি করল প্রশাসন। সাম্বা, RS পুরায় এখনও স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ চলছে। নিয়ন্ত্রণ রেখা অশান্ত হয়ে উঠলেও সীমান্ত পেরিয়ে বাসযাত্রা চালু রয়েছে। আজও সকালে দিল্লির আম্বেদকর টার্মিনাল থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস। অনেকেই বলছেন, ভয়ের কিছু তো হয়নি। সবই লোক দেখানো। ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা।

Updated By: Sep 30, 2016, 09:07 AM IST
সীমান্তে যুদ্ধের দামামা, ঘরছাড়া গ্রামবাসীরা

ওয়েব ডেস্ক: সীমান্তে যুদ্ধের দামামা। ঘরছাড়া গ্রামবাসীরা। পাক হামলার আশঙ্কায় রাতভর জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রামগুলি খালি করল প্রশাসন। সাম্বা, RS পুরায় এখনও স্থানীয় বাসিন্দাদের সরানোর কাজ চলছে। নিয়ন্ত্রণ রেখা অশান্ত হয়ে উঠলেও সীমান্ত পেরিয়ে বাসযাত্রা চালু রয়েছে। আজও সকালে দিল্লির আম্বেদকর টার্মিনাল থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস। অনেকেই বলছেন, ভয়ের কিছু তো হয়নি। সবই লোক দেখানো। ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা।

আরও পড়ুন http://zeenews.india.com/bengali/mahapujo-2016

গতকাল রাতে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় তারা। জবাব দেন ভারতীয় সেনারাও। তবে হতাহতের কোনও খবর নেই। এই নিয়ে গত আটচল্লিশ ঘণ্টায় পাঁচ বার বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সেনা।

আরও পড়ুন  আজ মহালয়া, আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন, পিতৃপক্ষের অবসান

.