PayTM-কে আইনি চিঠি পাঠাল ডাক বিভাগ, জেনে নিন কেন?
ওয়েব ডেস্ক: পণ্যের নামে 'পোস্টকার্ড' শব্দটি ব্যবহার করে ডাকবিভাগের আইনি চিঠি পেল পেটিএম। চিঠিতে বেসরকারি এই পেইমেন্ট সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে, 'পোস্টকার্ড' শব্দটি ব্যবহার করার অধিকার রয়েছে একমাত্র ভারতীয় ডাকবিভাগের। আইপিও আইন অনুসারে সংরক্ষিত এই অধিকার। সেই শব্দ নিজেদের পণ্যের নামে ব্যবহার করে আইন ভঙ্গ করেছে সংস্থা।
আরও পড়ুন - ফের ব্লু হোয়েল সিনড্রোম এরাজ্যে, এবার গড়বেতার ক্লাস ইলেভেনের ছাত্র
রাখী বন্ধনের আগে 'পেটিএম পোস্টকার্ড' নামে একটি অফার লঞ্চ করেছিল সংস্থা। তাতে পেটিএমের মাধ্যমে প্রিয়জনকে উপহার পাঠানোর ব্যবস্থা ছিল। এই পণ্যের নামে 'পোস্টকার্ড' শব্দটির ব্যবহার আইনবিরুদ্ধ বলে জানিয়েছে ডাকবিভাগ। পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেথর শর্মাকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 'পোস্টকার্ড' শব্দটি ভারতীয় ডাকবিভাগের অনুমতি ছাড়া ব্যবহার গর্হিত কাজ। অবিলম্বে সমস্ত জায়গা থেকে শব্দটি সরিয়ে ফেলতে পেটিএমকে নির্দেশ দিয়েছে ভারতীয় ডাক। চিঠির প্রাপ্তিস্বীকার করলেও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন পেটিএমের প্রতিনিধি।
এর আগে বিজ্ঞাপনে বিনা অনুমতিতে বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে বিতর্কে জড়িয়েছিল পেটিএম।