নিজস্ব প্রতিবেদন: জনজীবন ছিল স্তব্ধ। খরচ কমেছিল বিদ্যুতেরও। গত অর্থবর্ষে ০.২ শতাংশ কমেছিল বিদ্যুতের চাহিদা। যা নিয়ে চর্চা চলছে নানা মহলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৩৫ বছরের মধ্যে ভারতের (India) বার্ষিক বিদ্যুৎ-চাহিদা এই প্রথম এত কম হল। লকডাউনের জন্যই এমনটা হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের। Lockdown-য়ে বন্ধ ছিল কল-কারখানা, অফিস-কাছারি, দোকান-পাট। বন্ধ ছিল ট্রেনও। ফলে বিদ্যুতের (electricity) প্রয়োজন এই সময়-পর্বে অনেকটাই কমে গিয়েছিল। লকডাউন ওঠার পর আবার বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে। 


আরও পড়ুন: ফ্রান্স থেকে সরাসরি ভারতে পৌঁছল তিনটি Rafale


কেন্দ্রীয় সরকারের (Central Government) একটি রিপোর্ট বিশ্লেষণ করে জানা গিয়েছে, ২০২০-২০২১ অর্থবর্ষে ০.২ শতাংশ কমেছে বিদ্যুতের চাহিদা।


এ বছর অবশ্য এরই মধ্যে ঊর্ধ্বমুখী বিদ্যুতের চাহিদা। এখনও করোনা (covid) সংক্রমণ নির্মূল হয়নি দেশ থেকে। কোনও কোনও রাজ্যে করোনা-পরিস্থিতি বেশ ভয়াবহও হয়ে পড়েছে। তবু সামগ্রিক ভাবে করোনা এখনও আগের বারের মতো ভয়াল হয়ে ওঠেনি। তাই স্বাভাবিক আছে জনজীবনও। আর স্বাভাবিক আছে বিদ্যুতের চাহিদাও। 


আরও পড়ুন: CBSE পরীক্ষার নিয়ম বদল, ১০ ও ১২ শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে সেইভাবে