নিজস্ব প্রতিবেদন- আরও একবার করোনা পরিস্থিতি উদ্বেগজনক দেশের বিভিন্ন রাজ্যে। সংক্রমণের হার নিয়ে ফের প্রশাসন দুশ্চিন্তায় পড়েছে। ২৭ দিন পর গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১৪ হাজার নতুন Case সামনে এসেছে। মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব ও মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে ফের Lockdown হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কেরল ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সংক্রমণ রুখতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় 13,993 নতুন মামলা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। মারা গিয়েছেন ১০১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক জানিয়েছে, ২৭ দিন পর ফের সংক্রমণের হার বেড়েছে। গত কয়েকদিনে অবশ্য সংক্রমণের হার অল্প হলেও বেড়েছে। দেশে এখন মোট সংক্রমিতের সংখ্যা 1,09,77,387 জন। গত ২৪ ঘণ্টায় ১০১ জনের মৃত্যু আরও বেশি চিন্তায় ফেলেছে স্বাস্থ্যমন্ত্রককে। ভারতে এখনও পর্যন্ত Coronavirus-এ আক্রান্ত হয়ে 1,56,212 জন প্রাণ হারিয়েছেন। 


আরও পড়ুন-  টিকা নিয়ে স্বেচ্ছাসেবক অসুস্থ, মামলা, Covishield সুরক্ষিত কি না, কেন্দ্রের জবাব চাইল আদালত


গত ২৪ ঘণ্টায় ১০, ৩০৭ জন করোনাকে হারিয়ে সেরে উঠেছেন। সেরে ওঠা রোগীদের হারও আগের থেকে কমেছে বলে জানা গিয়েছে। দেশে এখনও পর্যন্ত 1,06,78,048 জন মানুষ সেরে উঠেছেন। দেশের অনেক রাজ্যেই এখন জনজীবন প্রায় স্বাভাবিক হয়েছে। তবে কেরল ও মহারাষ্ট্রে ফের পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। সরকার অবশ্য জানিয়েছে, এখনই ভয় পাওয়ার মতো কিছু নেই। টিকাকরণ শুরু হয়েছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে। দেশে এখনও পর্যন্ত 1,07,15,204 জন মানুষকে টিকা দেওয়া হয়েছে।