করোনায় `গেম চেঞ্জার` হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ এ বার আমিরশাহিতে পাঠাল ভারত
ভারতের কাছে এই ট্যাবলেট সরবরাহের আর্জি জানিয়ে ছিলেন স্বয়ং ট্রাম্প। তিনি জানিয়েছিলেন ভারতের উচিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া
নিজস্ব প্রতিবেদন- হাইড্রোক্সিক্লোরোকুইন – এই ওষুধটির জন্য ভারতের দিকে চাতক পাখির মতো চেয়ে বিশ্বের তাবড় তাবড় দেশ। আমেরিকা তো হুমকি দিয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন ভারতের থেকে আদায় করে নিয়েছে। কূটনৈতিক বন্ধুত্বের খাতিরে ইজরায়েল, ব্রাজিলকে ম্যালেরিয়ার এই ওষুধটি পাঠানো হয়। এবার সেই তালিকায় পড়ল আরব আমিরশাহি। প্রায় ৫৫ লক্ষ হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট পাঠাল ভারত।
মার্কিন সংস্থা সিডিসি প্রথমে জানায় এই ট্যাবলেট করোনা মোকাবিলায় অনেকটাই কার্যকরী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই ট্যাবলেটকে "গেম চেঞ্জার" বলে উল্লেখ করেছিলেন। বিশ্ব বাজারে এই ট্যাবলেটের অধিকাংশই সরবরাহ করে ভারত। মার্চ মাসের ২৫ তারিখ থেকে এই ট্যাবলেট বিদেশে সরবরাহে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র।
ভারতের কাছে এই ট্যাবলেট সরবরাহের আর্জি জানিয়ে ছিলেন স্বয়ং ট্রাম্প। তিনি জানিয়েছিলেন ভারতের উচিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া। প্রথমে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া না মেলায় প্রতিশোধের হুঙ্কারও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শেষ পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে গুজরাট থেকে আমেরিকা পাড়ি দিয়েছিল মোট ২ কোটি হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট বোঝাই জাহাজ।
আরও পড়ুন- "সরকার গরিবদের অ্যাকাউন্টে কেন টাকা দিচ্ছে না?" টুইটে মোদী-সীতারামনকে প্রশ্ন চিদম্বরমের
বিরোধী দলের নেতারা মোদীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনার সুরে বলেছিলেন আগে নিজের দেশ তারপর অন্য দেশ। ফের আরবে পাড়ি দিচ্ছে ভারতের হাইড্রক্সিক্লোরোকুইন। ভারতে অবস্থিত আরব আমিরশাহি দূতাবাস শনিবার টুইটে এমনটাই জানায়।
সিডিসির পরে আইসিএমআর সবুজ সংকেত দিয়েছিল করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের প্রসঙ্গে। কিন্তু ভারতের যে বেহাল দশা, সেখানে দাঁড়িয়ে অন্য দেশে সাহায্য পাঠাতে গিয়ে নিজেদের বিপদে পড়তে হবে না তো! ফের উঠছে প্রশ্ন।