নিজস্ব প্রতিবেদন: চাকরি পেতে পারেন এমন লোকের সংখ্যা দিন দিন বাড়ছে দেশে। এবছর তা নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল। গত এক বছরে ওই ধরনের চাকুরিপ্রার্থীদের সংখ্যা ২-৩ শতাংশ বেড়েছে। এমনটাই বলছে ইন্ডিয়া স্কিল রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পরিস্থিতি আমাকে মেয়র হতে বাধ্য করেছে, নাম ঘোষণার পরই প্রতিক্রিয়া ফিরহাদের


ওই রিপোর্টে বলা হয়েছে গত এক বছরে দেশের কর্মপ্রার্থীদের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ শতাংশ। ২০১৪ সালে এই অঙ্ক ছিল ৩৩ শতাংশ। গত বছরের তুলনার প্রায় ২-৩ শতাংশ বেশি। দেশে দর বেড়েছে ইঞ্জিনিয়ারদের। তুলনায় এমবিএ-দের বাজার খারাপ হয়েছে। গত পাঁচ বছরে দেশে কর্মসংস্থানযোগ্য প্রার্থীর সংখ্যা বেড়েছে ১৪ শতাংশ।


রিপোর্টে বলা হয়েছে ফাইনাল ইয়ারের ৫৭ শতাংশ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া কাজ পেয়েছেন। গত বছরের তুলনায় এই হার ৫ শতাংশ বেশি। এমবিএ-দের বাজার কেন খারাপ তার কোনও ব্যাখ্যা দিতে পারেনি ওই রিপোর্ট। তবে মনে করা হচ্ছে এমবিএ কলেজের সংখ্যা বৃদ্ধি ও পড়ুয়াদের গুণগত মান হ্রাস পাওয়ার কারনেই ওই সমস্যা হয়েছে।


আরও পড়ুন-পদত্যাগের পরও হঠাত্ বিধানসভায় 'হাজির' মন্ত্রী শোভন


দেশের রাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশে কর্মপ্রার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে রাজস্থান ও হরিয়ানা। প্রথম দশে থাকা রাজ্যগুলির মধ্যে নেই মধ্যপ্রদেশ, গুজরাট ও পঞ্জাব।