নিজস্ব প্রতিবেদন: বড়দিনে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মোদী জানালেন শীঘ্রই ভারতে আসছে ন্যাসাল ভ্যাকসিন। সেই সঙ্গে বিশ্বের প্রথম ডিএনএ-ভিত্তিক করোনা টিকাও শীঘ্রই প্রদান করা হবে বলে। গোটা বিশ্ব যখন করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্কে শিহরিত তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জাতির উদ্দেশে ভাষণে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন৷


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোদী বলেন, করোনা বা ওমিক্রন নিয়ে অযথা ভয় পাওয়ার কিছু নেই। তবে, সতর্ক থাকতে হবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে নিয়ম মেনে। অন্য কোভিড বিধিও মানতে হবে। মোদি আরও ঘোষণা করেন যে, দশ থেকে পনেরো বছরের বালক বালিকাদের ভ্যাকসিন দেওয়া শুরু হবে ৩রা জানুয়ারি। স্বাস্থ্যকর্মী এবং কো-মরবিডিটি থাকা ষাট বছরের ওপরের ব্যক্তিরা ১০ই জানুয়ারি থেকে বুস্টার ডোজ পাবেন।


আরও পড়ুন, Good Governance Index: কেন্দ্রের প্রকাশিত সুশাসনের তালিকায় শীর্ষে গুজরাট, শেষে বাংলা


প্রধানমন্ত্রীর আরও ঘোষণা, আগামী বছর প্রথম সোমবার থেকেই শুরু হচ্ছে ১৮ বছরের নীচে করোনার টিকা৷ ঠিক তার পরের সোমবার থেকেই শুরু হচ্ছে প্রথম দফার করোনার বুস্টার ডোজ৷ মোদীর বক্তব্য, চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ভ্যাকসিনেশন শুরু করার পর থেকে প্রায় ১৪১ কোটি দেশবাসীকে এখনও পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশের ৬১ শতাংশ বয়স্ক মানুষই করোনা ভ্যাকসিনের জোড়া ডোজই পেয়ে গিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। আর ৯০ শতাংশ ইতিমধ্যে অন্তত করোনা টিকার একটি ডোজ পেয়ে গিয়েছেন।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App